কাজু বাদামের ঝুড়ি ভাজা
রেসিপি ও ছবিঃ নাজিয়া হোসেন
উপকরনঃ
- কাজু বাদাম ২০ টি
আরো লাগবেঃ
- পানি ১/৪ কাপ
- চালের গুড়ো ১ কাপ
- ঘি ১ টেবিল চামচ
- লবন ৩/৪ টেবিল চামচ
- তেল পরিমান মত (ভাজার জন্যে)
প্রনালীঃ
১. বাদাম গুলো ১০ মিনিট ভিজাতে হবে। এর পর ব্লেন্ডারে ব্লেন্ড করেত হবে।
২. সব উপকরন এক সাথে মিশে মাখাতে হবে।
৩. ঝুরি মেকার দিয়ে সেপ বানাতে হবে। (যেকোন সেপ করা যেতে পারে।)
৪. ডুবো তেলে ভাজতে হবে।
- আরো সুন্দর ও সুস্বাদু রেসিপি পেতে, আপনার তৈরি রেসিপি পাঠাতে আমাদের ফেইসবুক পেইজে যোগাযোগ করুন ও লাইক দিয়ে এক্টিভ থাকুন।